Read more
কিউবিজম (Cubism)
সময় ১৯০৭ হতে ১৯২৫। ফরাসী চিত্রকর জর্জব্রাক (Braque) এবং প্যারিসে বসবাসকারী স্পেনীয় চিত্রকর পাবলো পিকাসো (Picasso) ইমপ্রেশনিজমের বিরুদ্ধ প্রতিক্রিয়ার জ্যামিতিক পদ্ধতির অনুসরণে বস্তুর সামগ্রিক রূপকে সরল ও ঋজু রেখার দৃঢ়তা সম্পন্ন কৌণিক চেতনার রূপে আভাসিত করতে চাইলেন। তাঁদের এই প্রচেষ্টাই চিহ্নিত হয় কিউবিস্ট আন্দোলন নামে।
সাধারণভাবে কিউবিজমের তিনটি পর্যায় বর্তমান। মৌল উপাদান অনুযায়ী বস্তুর আকৃতিকে জ্যামিতিক রেখার দ্বারা বহু কৌণিকতায় ধরার চেষ্টা হল Analytical Cubism:-(It dissects the
inherent geometrical forms of objects emphasizing them through a limited
palette)। কিন্তু কিউবিজমের জটিলতর পর্যায়ে বিষয়বস্তু যখন হারিয়ে যায় তখন তা হারমেটিক (Hermatic) বা অবরুদ্ধ কিউবিজম। এবং সিনথেটিক্যাল (Synthetical) কিউবিজম হল যখন বিভিন্ন বস্তুর খন্ডাংশগুলিকে একটি সংবদ্ধ সচেতন এসথেটিক বস্তুর রূপে চিহ্নিত করা হয়। (In synthetic stage the fragments of
various objects are reintegrated in to a new, self consly aesthetic object) 1 সাহিত্যে কিউবিজম-এর প্রশংসা করেছিলেন ফরাসি কবি Apollinaire যদিও বিতর্কের সুত্রপাতে পরে তিনি কিউবিস্ট কবিদের অস্তিত্বকে অস্বীকার করেন। বিতর্কের সুত্রপাত হয় সাহিত্যের একটি বিশেষ নামরূপকে অন্যকোন নাম রূপে পরিবর্তিত করার যাথার্থতা (theoretical questioning of the validity
of transferring a term from one artistic medium to another)। ১৯৪১-এ ল্যামাইটার (Lemaitre) কিউবিষ্ট সাহিত্যকে স্বীকৃতি দিলে জেমস জয়েস, এলিয়ট, ফকনার, স্টিভেন্স, ফোর্ড এম ফোর্ড, স্টেইন এবং ম্যাক্স জ্যাকভ প্রমুখ লেখকেরা তা সমর্থন করেন।
কিউবষ্ট কবিতা সম্পর্কে সমালোচকেরা কখনই এক মত নন। কিউবিষ্টদের কোন Menifesto নেই, বলেছেন Admussen । তাঁর মতে “It is possible to find cubist
Poetry defined as a style marked by new syntax and punctuation based on
topographical dispersion”. হ্যাডারম্যান (Hadermann) বলেন যে কিউবিষ্ট আন্দোলন ফিউচারিজম এবং এক্সপ্রেসোনিজমের মধ্যবর্তী স্তর। স্টেনার এর মতে “It is a style characterised by an
unusual amount of Punning, contradiction, Parody and word play". বিভিন্ন কবি কিউবিজমের বিশেষ বিশেষ দিকে কৃতিত্ত্ব দেখিয়েছেন। যেমন Williams এর ‘The Red Wheel Barrow তে কিউব লাইক পংক্তি এবং Perspective এর অবিরাম পরিবর্তন বর্তমান। Stevens এর “Thirteen ways of looking at a
Blackbird' 4 Multiple voice 4 T.S. Eliot 44 The Waste Land' 4 'fragments of
various language, disrupted narrative এবং multiple allusions কিউবিষ্ট রূপরেখার নির্দেশক । I The visual impact explore Henri Chopin, Agnes Ernst
Meyer। কিউবিষ্ট কবিতার বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ—
(i) nighly self-conscious sense of its own modernism, (ii)
block like stanzas, (iii) a rupturing of traditional poetic and semantic forms,
(iv) a thematic preoccupation with multiple perspectives. বাংলা সাহিত্যে কিউবিষ্টদের পদাঙ্ক অনুসারি কোন কবি নেই। তবে কোন কবির কোন কবিতায় হয়তো কিউবিজমের বৈশিষ্ট্য থাকতে পারে, কিন্তু তা অবশ্যই কবির নিজস্ব প্রচেষ্টা। আধুনিক অনেক কবির মধ্যেই এটা দেখা যায়। কবি বিষ্ণু দে'র কিছু কবিতায় কিউবিজমের বৈশিষ্ট্য ধরা পড়ে; তাই বলে বিষ্ণুদে কে কিউবিষ্ট কবি বলা যায় না।
0 Reviews