Read more
ফিউচারিজম (Futurism)
"Futurism was the prototypical 20th Century
'avant-garde' movement in literature and the arts”. অর্থাৎ ফিউচারিজম হল ফরাসী Avant-garde movement এর অনুরূপ। ‘avant-garde' কথাটি সামরিক যার অর্থ ‘adance-guard’, কথাটি সাহিত্যে অভিযান (exploration), পথ নির্দেশক (Pathfinder), সংস্কারক (innovator) এবং আবিষ্কারক (Inventor) ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। ফিউচারিজম প্রাথমিক পর্যায়ে কিউবিক শিল্পকলার কাছে ঋণী থাকলেও কিউবিজমের বিরুদ্ধ প্রতিক্রিয়া রূপেই এর উদ্ভব।
"Its stance was to declare a radical rejection of the
past and to focus on the maximally new in art, technology and politics” অর্থাৎ অতীতকে পরিহার করে, মানব সংস্কৃতির উপর প্রভাব বিস্তারকারী ঐতিহ্য ও প্রথাকে খারিজ করে এমন কি শিল্পের জন্য শিল্প (Arts for Art sake) প্রথাকে নস্যাৎ করে, তার গতি ও শক্তির জয়গান গেয়েছেন এবং শিল্প ক্ষেত্রে নব আদর্শবাদের পত্তন করতে চেয়েছিলেন। ফলে “Dynamism was glorified, as were all
forms of rapid or violent movement such as war, air planes, cars, radios and
electricity.” গতি ও সংঘাতকে মূর্ত্ত করে তোলাই ছিল ফিউচারিষ্ট কবি ও শিল্পীদের জীবনসাধনা ।
ইতালীতে এফ. টি মারিনেত্তি (FT. Marinetti) ঘোষণা করলেন “যে victory of Samothrace এর চেয়ে একটা গৰ্জ্জনশীল যান অনেক বেশি সুন্দর, একমাত্র অ্যাগ্রেসিভ চরিত্রই কোন শিল্পের মাষ্টার পিস্ হতে পারে; যুদ্ধ জাতির পক্ষে স্বাস্থ্যপ্রদ ও মিউজিয়াম মাত্রেই কবরখানা। মারিনেত্তি কবিতার ক্ষেত্রে ফিউচারিজমের প্রবর্তনা করেন। ভাষার ব্যবহারে free syntax, free logical order,
freedom of imagery and metaphor ব্যবহারের দ্বারা intense emotion কে তিনি তীব্রতর করে তুলেছেন। মারিনেত্তির সমকালীন অন্যান্য ফিউচারিষ্ট কবিরা হলেন E. Cavacehioli, L. Folgore এবং C. Carria প্রমুখ কবিবৃন্দ। ইতালীয় ফিউচারিজম হতে মুসোলিনীর ফ্যাসিবাদের উদ্ভব হয়। ১৯১৬-তে Umberto Boccioni এর মৃত্যুতে ইতালীতে এই আন্দোলন স্তিমিত হয়ে পড়ে।
0 Reviews