Expressionism বা অভিব্যক্তিবাদ বা প্রকাশবাদ

Expressionism বা অভিব্যক্তিবাদ বা প্রকাশবাদ

Size

Read more

 


Expressionism বা অভিব্যক্তিবাদ বা প্রকাশবাদ

বস্তুগত পর্যবেক্ষণ বা বাস্তবতার প্রতিফলন নয়, অভিব্যক্তি বা প্রকাশবাদ হল মন্ময় অনুভূতি মানসিক অভিব্যক্তি প্রকাশ, যেখানে প্রাধান্য পাবে বস্তুর বাহ্য রূপ নয়, অন্তরের উপলব্ধি (The subjective feeling above objective observation and the reflection of the state of mind of the artist rather than images that is found in external world) ১৯১০ হতে ১৯২৫ এর মধ্যে জার্মানীতে Post impressionist movement-এর যে সূত্রপাত হয় তার মূলে ছিল অভিব্যক্তিবাদ যা চিত্রকলা, নাটক কবিতায় এক প্রতিবাদী চেতনার জন্ম দেয় জার্মানীতে এই তত্ত্বের জন্ম হলেও এর নামকরণ হয়েছিল ফরাসী চিত্রকর J.A. Harve এর চিত্রকে ট্রাডিশনাল ইম্প্রেশনিষ্ট চিত্র হতে আলাদা করার জন্যে নাটকে অভিব্যক্তিবাদের রূপায়ন ঘটান Oskar Kokoschka, Reinhard Sorge, George Buchner, A Strindberg, Sean O'casey প্রমুখ নাট্যকাররা কবিতায় অভিব্যক্তিবাদ প্রথম প্রকাশ পায় Franz werfel এর কবিতায় অভিব্যক্তিবাদ কোন সাহিত্য আন্দোলন রূপে গড়ে ওঠেনি, এর উদ্ভব কবির ব্যক্তিগত চেতনায় এই তত্ত্বের অনুগামী কবিরা “deeply alienated from the spirit of optimism and progress of the times and r pelled by life in the industrial cities”. তাঁরা চেয়েছিলেন তাদের উদ্বেগও হতাশার কথা (anxieties and frustrations) প্রতিবাদের মাধ্যমে বিশ্বজনকে জানাতে কবিতার মাধ্যমে তাঁরা চেয়েছিলেন আধ্যাত্মিক মুক্তি (spiritual salvation) বিশ্বভ্রাতৃত্ববোধ (universal brotherhood) এবং অন্তরের দিব্যভাবের উন্মোচন (apocalypse) যে সব কবিতা sarcastic বা ecstatic সেখানেও সুক্ষ্মভাবে 'nuanced tone of fearful melancholy, sad resignation এবং elegiac lament ইত্যাদি তাদের গতিশীল প্রবণতার বিরুদ্ধে সমান্তরালভাবে বিরাজিত থাকত শিল্পকর্মে অন্তরের আবেগ উৎসারিত হওয়া খুবই স্বাভাবিক তবু রাজনৈতিক সংকটও সামাজিক বিপর্যয়ের দিনে এই আবেগ স্বতঃস্ফূর্ত ভাবে প্রকট হয়ে ওঠে যুদ্ধ বিধ্বস্ত জার্মানিতে বোধহয় এই কারণেই অভিব্যক্তিবাদ বা প্রকাশবাদের উদ্ভব হয়েছিল

ব্যক্তিগত প্রয়াসে বহু Expressionistic কবিতা বহু স্থানেই রচিত হয় তবে বার্লিনের Club এবং Cabaret গুলি বিষয়ের পথিকৃৎ ছোট ছোট পত্রিকায় বোহেমিয়ান টাইপের এই সব কবিতা K. Wolff, K. Pinthus প্রমুখ প্রকাশকদের প্রকাশিত সংকলনে স্থান পায়

 

 

0 Reviews